spot_img

অভিনেতা মোহনলাল পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার

অবশ্যই পরুন

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। চার দশকেরও বেশি সময় ধরে সিনেমায় তার অসামান্য অবদানকে সম্মান জানাতেই এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে।

পুরস্কারের ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহনলাল। তিনি লিখেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই বিনীত। এই সম্মান একা আমার নয়, বরং সেই সকল মানুষের, যারা আমার যাত্রাপথে পাশে থেকেছেন। পরিবার, দর্শক, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা—তাদের ভালোবাসা, বিশ্বাস আর অনুপ্রেরণাই আমাকে আজকের আমি করে তুলেছে। এই স্বীকৃতি আমি পরম কৃতজ্ঞতা ও পূর্ণ হৃদয়ে ধারণ করছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স-এ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শ্রী মোহনলালজি উৎকর্ষ আর বহুমুখী প্রতিভার প্রতীক। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি মালয়ালম সিনেমা ও নাটকের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠেছেন। পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রেও রেখেছেন অসাধারণ অবদান। তার শিল্পসত্তা ও নিবেদন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রধানমন্ত্রীর বার্তার জবাবে মোহনলাল আরও লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি আমার জীবনের এক বিশাল সম্মান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদয় শুভেচ্ছা ও আশীর্বাদ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি চিরকৃতজ্ঞ সিনেমার প্রতি এবং সেই সব মানুষদের প্রতি, যাদের ভালোবাসা ও সহযোগিতা আমার পথকে আলোকিত করেছে।’

চার দশকের ক্যারিয়ারে মোহনলাল এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মালয়ালম সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। থুদারুম, দৃশ্যম, বনপ্রস্থম, পুলিমুরুগানসহ একাধিক সিনেমায় তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে মাইলফলক হয়ে আছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশর সফরে থাকা কাতারের ৩ কূটনীতিক নিহত

চলতি সপ্তাহের শুরুতে গাজা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফরে গিয়েছিলেন কাতারের বেশ কয়েকজন কূটনীতিক। মিশরে মর্মান্তিক এক দুর্ঘটনায় তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ