spot_img

চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। আট জাতির এই টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের সামনে। কেননা মধ্যপ্রাচের এই দেশটিতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে টাইগাররা।

এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমানসংখ্যক ওয়ানডের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৩ অক্টোবর দ্বিতীয় ও ৫ অক্টোবর হবে তৃতীয় টি-২০। ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

শনিবার (২০ সেপ্টেম্বর) এই দুই সিরিজের সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দ্বিপক্ষীয় সিরিজে ফজল হক ফারুকিকে রাখেনি আফগানিস্তান। অবশ্য শুধু বাঁহাতি পেসারই নন, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলা দুই অভিজ্ঞ গুলবদিন নাইব ও করিম জানাতও নেই তাদের স্কোয়াডে।

দুই দলেই জায়গা পেয়েছেন দুই পেসার বশির আহমদ ও আবদুলালাহ আহমদজাই। আর টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা টপঅর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইশাক, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ ও মোহাম্মদ সালেম সাফি।

সর্বশেষ সংবাদ

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ