spot_img

এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ‘আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ কোম্পানিগুলোকে আমেরিকান কর্মী নিয়োগে উৎসাহিত করবে, আবার বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের পথও খোলা থাকবে।

নির্বাহী আদেশ অনুযায়ী, নির্ধারিত ফি প্রদানের সাথে ভিসা আবেদন জমা না দিলে প্রোগ্রামের আওতায় প্রবেশ সীমিত হবে।

সমালোচকরা দাবি করেছেন, এই ভিসা মার্কিন কর্মীদের দক্ষতা হ্রাস করেছে। অন্যদিকে, ইলন মাস্কের মতো সমর্থকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক স্তরের প্রতিভা আকর্ষণ করার সুযোগ দেয়।

সূত্র: সিএনএন নিউজ।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরান প্রস্তুত: পেজেশকিয়ান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ হলেও তেহরান তা মোকাবিলা করবে বলে জানিয়েছেন দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ