spot_img

‘রোহিঙ্গা ইস্যু সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ’

অবশ্যই পরুন

রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, রোহিঙ্গা সংকট থাকার কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশিদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের উপরে জোর দেন। বাংলাদেশ সবসময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।

সিম্পোজিয়ামে অন‍্যান‍্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা সবথেকে বড়। যেখানে এই অঞ্চলের বাংলাদেশ ছাড়াও অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

সর্বশেষ সংবাদ

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ