spot_img

হামাসের কাছে ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি আছে, দাবি ট্রাম্পের

অবশ্যই পরুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি বেঁচে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষ্যমতে, এখন পর্যন্ত হামাসের হাতে জিম্মি মারা গেছে ৩২ থেকে ৩৮ জন। ভয়াবহ অবস্থায় ভূগর্ভস্থ টানেলে অনেক জিম্মি মারা গেছে বলেও দাবি তোলেন তিনি।

ট্রাম্প মনে করেন, এসব টানেলই হামাসের প্রধান আস্তানা এবং বেশিরভাগ মৃত্যু সেখানেই ঘটেছে। একইসঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকেও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা সিটিতে সেনা অভিযান জিম্মিদের মুক্ত করার সম্ভাবনা বাড়াতে পারে বলে জানিয়ে তিনি আরও বলেন, জিম্মিদের বেশিরভাগই টানেলে আটকে আছে, তবে আমি এর মধ্যেই কয়েকজনকে মুক্ত করেছি। হয়তো এই ২০ জনও মুক্তি পাবে। যখন শেষ ১০ বা ২০ জন জীবিত জিম্মির কথা আসে, তখন বিষয়টা কঠিন হয়ে যায়।

সর্বশেষ সংবাদ

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত ফিচার অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বহু বছরের প্রতীক্ষার পর ফেসবুক তাদের মোবাইল অ্যাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ