spot_img

সিঙ্গাপুরে দুর্ঘটনায় ভারতের প্রখ্যাত গায়কের মৃত্যু

অবশ্যই পরুন

প্রখ্যাত আসামি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ সিঙ্গাপুরে এক মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে আসাম ও গোটা উত্তর-পূর্ব ভারতে।

ভারতের একাধিক গণমাধ্যম জুবিনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিবিড় পরিচর্যায় রাখা হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

জুবিন গার্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। সেখানে ২০ সেপ্টেম্বর মঞ্চে তার পরিবেশনার কথা ছিল। তবে তার অকাল মৃত্যুতে অনুষ্ঠানসহ পুরো আসামি সংগীতজগতে নেমে এসেছে গভীর শোক।

তার মৃত্যুতে ভেঙে পড়েছে ভক্তকূল এবং আসামি সমাজ। সংগীত অঙ্গনের সহকর্মী, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

ভারতের সাবেক রাজ্যসভার সংসদ সদস্য রিপু বরা এক্স-এ লিখেছেন, ‘আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার কণ্ঠ, সংগীত আর অনমনীয় স্পৃহা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, ভক্ত ও প্রিয়জনদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। বিদায় লিজেন্ড।’

আসামে খ্যাতি পাওয়ার আগেই বলিউডে এক গান দিয়ে আলোড়ন তোলেন জুবিন। গ্যাংস্টার সিনেমায় ইয়া আলী গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন...

এই বিভাগের অন্যান্য সংবাদ