spot_img

৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

অবশ্যই পরুন

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ঢাকার ১১৩টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এসব কেন্দ্রে নকল, অনিয়ম, প্রক্সি এবং জালিয়াতি ঠেকাতে ১২০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ঢাকার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, এমন আগ্রহী যেকোনো প্রার্থী আবেদন করতে পেরেছেন।

৪৭তম বিসিএসের প্রশ্ন দেখুন এখানে

সর্বশেষ সংবাদ

আ. লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ