২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা।
জি৮ জোটের সদস্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া সর্বশেষ দেশ হিসেবে এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর আগেই ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
এই চারটি দেশের মধ্যে ফ্রান্সই একমাত্র দেশ যারা নিঃশর্তভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা এখনো সম্ভাব্য বা শর্তসাপেক্ষ স্বীকৃতির কথা বলছে।
অনেক পর্যবেক্ষক মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দুই-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে অনেকেই এটিকে অত্যন্ত দেরিতে নেওয়া সামান্য পদক্ষেপ হিসেবেও দেখছেন।
ফ্রান্স তাদের সিদ্ধান্তকে বিশ্ববাসীর প্রতি আহ্বান হিসেবে ব্যাখ্যা করেছে, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব এখন সকলের। আমরা একটি অপরিবর্তনীয় গতিবিধির সূচনা করেছি—আপনারাও এতে যোগ দিন।’
অবশ্য, ইতোমধ্যে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া বহু দেশ ও নেতাই ফিলিস্তিন প্রশ্নে ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।
সূত্র: মেহের নিউজ