দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের বাজারে এরই মধ্যে আইফোন ১৭ বিক্রি শুরু হয়েছে। মূলত শুরুর দিনে অ্যাপল স্টোরগুলোর সামনে ব্যাপক বিশৃঙ্খল চিত্র দেখা গেছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ব্যাপক ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপল স্টোরে সকালে নতুন আইফোন ১৭ কিনতে ভিড় করেন অসংখ্য ক্রেতা ও প্রযুক্তিপ্রেমী। এক পর্যায়ে সেখানে হট্টগোল শুরু হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
পিটিআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টোরের কাঁচের দেয়ালের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা বহু মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছেন। একজন লাল শার্ট পরা ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে মারার চেষ্টা করেন। পরে অন্য নিরাপত্তারক্ষী এসে তাকে নিয়ন্ত্রণে আনেন।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, এক ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছেন, আর পেছনে মারামারি চলছে। লাঠিধারী এক গার্ডকে একাই পুরো ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায়। এ সময় সাদা-কালো শার্ট পরা আরেকজনকে সশস্ত্র নিরাপত্তাকর্মী টেনে স্টোর থেকে বের করে দেন।
মুম্বাইয়ের ঘটনার বিষয়ে কয়েকজন ক্রেতা বলেন, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই বিশৃঙ্খলা তৈরি হয়। আহমেদাবাদ থেকে আসা ক্রেতা মোহন যাদব জানান, ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তবু অনেকেই মাঝখান থেকে ঢুকে পড়ছে। নিরাপত্তার লোকজন কিছু বলছে না। এতে আমরা যারা সামনে দাঁড়িয়ে ছিলাম, তারা পেছনে পড়ে যাচ্ছি।
এমন চিত্র দেখা গেছে দিল্লির সাকেত এলাকার সিলেক্ট সিটিওয়াক মলের অ্যাপল আউটলেটের সামনেও। অনেকে রাতভর বাইরে অপেক্ষা করে থেকেছেন, যেন সকালেই নতুন আইফোন সংগ্রহ করা যায়। বেঙ্গালুরুর স্টোরেও একই ধরনের ভিড় ও বিশৃঙ্খলা দেখা গেছে।
উল্লেখ্য, চলতি মাসেই অ্যাপল বাজারে এনেছে তাদের নতুন সিরিজের আইফোন—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ‘আইফোন এয়ার’। প্রো মডেলগুলোতে রয়েছে অ্যালুমিনিয়ামের বডি, বৃহত্তম ব্যাটারি ও নতুন “ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো”। ৯ সেপ্টেম্বর অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউব লাইভ ইভেন্টে এসব ডিভাইস উন্মোচন করা হয়।