বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে আফগানরা। তাদের বিদায়ে লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ।
অবধারিতভাবে ম্যাচের পর আফগানদের সংবাদ সম্মেলনে তাই উঠে এলো টাইগার প্রসঙ্গ। এবার অবশ্য বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন ট্রট।
সংবাদ সম্মেলনে সাবেক এই ইংল্যান্ড তারকা ব্যাটার বলেন, ‘হ্যাঁ অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবী আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’
দলে একজন পেসার কম ছিল আফগানদের? জবাবে ট্রট বলেছেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে (নাভিন-উল-হক) মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়ত। তখন ভিন্ন দল হত। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’