spot_img

এশিয়া কাপ থেকে বিদায়ের পর এবার বাংলাদেশকে নিয়ে যা বললেন আফগান কোচ

অবশ্যই পরুন

এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে এক বক্তব্যে আলোচনায় আসেন আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে আফগানরা। তাদের বিদায়ে লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ।

অবধারিতভাবে ম্যাচের পর আফগানদের সংবাদ সম্মেলনে তাই উঠে এলো টাইগার প্রসঙ্গ। এবার অবশ্য বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন ট্রট।

সংবাদ সম্মেলনে সাবেক এই ইংল্যান্ড তারকা ব্যাটার বলেন, ‘হ্যাঁ অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবী আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’

ট্রট আরও বলেছেন, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’

দলে একজন পেসার কম ছিল আফগানদের? জবাবে ট্রট বলেছেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে (নাভিন-উল-হক) মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়ত। তখন ভিন্ন দল হত। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’

সর্বশেষ সংবাদ

আইসিসির মুখোশ উন্মোচন করলো উইজডেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অথচ গত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ