spot_img

শাহরুখ পুত্রের বিশেষ দিনে ঝলমলে সাঁজে আম্বানি পরিবার!

অবশ্যই পরুন

গত কয়েক সপ্তাহ ধরেই শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব শো ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে সিরিজটি। আর তার আগের বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে মুম্বইতে ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিরিজটির প্রিমিয়াএ শো হয়। এতে বলিউডের খ্যাতনামা তারকাদের সঙ্গে হাজির হয়েছিলেন অম্বানি পরিবারের সদস্যরাও।

বলিউডশাদিস থেকে জানা যায়, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, হাত ধরে প্রিমিয়ার ভেন্যুতে প্রবেশ করছেন মুকেশ ও নীতা। ক্যামেরার সামনে সযত্নে পোজ দিয়ে তারা সকলের নজর কাড়েন। প্রিমিয়ারে মুকেশ অম্বানি পরেছিলেন ক্লাসিক ব্ল্যাক স্যুটের সঙ্গে সাদা শার্ট ও ফর্মাল জুতো। নীতা অম্বানি পরেছিলেন আকাশী ঝলমলে শাড়ি, সঙ্গে হীরের গহনা জুয়েলারি। ফ্যাশন আর আভিজাত্যের মিশেলে দারুণ লাগছিল তাদের।  প্রকাশ পাচ্ছিল।

আকাশ অম্বানি, শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্টও লাল গালিচায় জমকালো লুকে সবার মন জয় করলেন। রাধিকা বেছে নিয়েছিলেন চমৎকার লাল গাউন, আকাশ ছিলেন ব্ল্যাক স্যুটে সাদা শার্টে, আর শ্লোকা ঝলমল করছিলেন কালো গাউন ।

প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। নীতা অম্বানি একজন সমাজসেবী ও ব্যবসায়ী, ২০২৩ সালে যিনি মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারউদ্বোধন করেন। তিনি আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ান্স-এর সহ-মালিকও। বলিউড অভিনেতা শাহরুখের সঙ্গে তার সখ্যতা সবার জানা। তাই আম্বানি পরিবারের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে দেখা যায় শাহররুখকে। আর এবার শাহরুখের বড় ছেলে আরিয়ান খানের নতুন অধ্যায়ের সূচনায় হাজির হন আম্বানি পরিবার।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

সমীকরণের মারপ্যাঁচ। সেখানে থেকে যেনো বেরই হতে পারে না বাংলাদেশ। কিন্তু তবুও আজ শেষ রক্ষা হয়েছে লঙ্কানদের জয়ে। বৃহস্পতিবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ