spot_img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর দুইটায় ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের।

এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

হানিয়া আমিরের সিরিয়াল নিয়ে আলোচনা তুঙ্গে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। বিনোদন জগতের তরুণ প্রজন্মের দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ