এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (১৭ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে দু’দল।
পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক) সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, খুশদিল শাহ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আসিফ খান, মুহাম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), ধ্রুব পরাশর, হায়দার আলী, মুহাম্মদ রোহিদ খান, সিমরনজিৎ সিং ও জুনায়েদ সিদ্দিক।
উল্লেখ্য, উভয় দলই চলতি আসরে দুইটি ম্যাচ খেলে একটি করে জয়ের দেখা পেয়েছে। নেট রান রেট বিবেচনায় টেবিলের দুইয়ে পাকিস্তান। পরের অবস্থানেই রয়েছে আরব আমিরাত।