spot_img

রেকর্ড ভেঙে মালায়ালম সিনেমার শীর্ষে লোকাহ

অবশ্যই পরুন

মালায়ালম সিনেমা আবারও ইতিহাস রচনা করল। ডমিনিক আরুণ পরিচালিত লোকাহ: চ্যাপ্টার ওয়ান – চন্দ্র মুক্তির পর থেকেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছে। দুলকার সলমানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ারার ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই বুক মাই শো-তে রেকর্ড গড়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বিক্রি হয়েছে ৪৫ লাখ ১০ হাজারেরও বেশি টিকিট, যা ভেঙে দিয়েছে থুদারুম ও মাঞ্জুম্মেল বয়েজ-এর আগের সব রেকর্ড।

গত ২৮ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হলেও এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২০০ কোটিরও বেশি। ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই ছবিটি ২৫০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। এর আগে মালায়ালম সিনেমার ইতিহাসে শুধু এল টু: এম্পুরান-ই এই উচ্চতায় পৌঁছেছিল।

এ মহাকাব্যিক ফ্যান্টাসি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। তার সঙ্গে নাসলেন, চান্দু সলিমকুমার ও জনপ্রিয় কোরিওগ্রাফার স্যান্ডির খলনায়ক চরিত্রে অভিষেক দর্শকদের আকর্ষণ করছে। ছবিটিতে দুলকার সলমান ও তোভিনো থমাসের বিশেষ উপস্থিতি ভক্তদের আরও উচ্ছ্বসিত করেছে।

শুধু বক্স অফিস সাফল্য নয়, লোকাহ মালায়ালম সিনেমার জন্য সাংস্কৃতিক এক অনন্য মুহূর্ত তৈরি করেছে। দর্শক ও সমালোচকরা বলছেন, এই ছবির সাফল্য প্রমাণ করেছে আঞ্চলিক সিনেমাও আজ বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে পারে।

সর্বশেষ সংবাদ

আর্মেনিয়ার বিপক্ষে গোল উৎসব করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল

টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর শেষ ম্যাচে অপ্রতিরোধ্য দাপট দেখাল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোহীন ম্যাচে ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও...

এই বিভাগের অন্যান্য সংবাদ