spot_img

গাজায় চলছে ভয়াবহ হামলা, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি

অবশ্যই পরুন

ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার মুখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির হাজারো বাসিন্দা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন। এই হামলাকে জাতিসংঘ তদন্ত কমিশন গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে এর তীব্র সমালোচনা চলছে। খবর আল জাজিরার।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত দুই বছরের মধ্যে গাজা সিটির ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। লাগাতার বোমা ও গুলিবর্ষণের কারণে বহু মানুষ নিজেদের সবটুকু সম্বল নিয়ে দক্ষিণে পালিয়ে যাচ্ছে। অনেকে আশঙ্কা করছেন যে হয়তো আর কখনো নিজ শহরে ফিরতে পারবেন না। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনার শুরুর দিকে অনেকেই যুদ্ধ উপেক্ষা করে সেখানে থেকে গিয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী হামলা জোরালো করে। একের পর এক আবাসিক ভবনগুলো বোমা মেরে ধূলিসাৎ করে দিচ্ছে।

গতকাল মঙ্গলবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন এবং ১৭টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বোমা হামলার শিকার হয়েছে আল-রাশিদ সড়ক ধরে পালানো একদল মানুষের গাড়িও। ইসরায়েলি সেনারা বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উঠে আসে, উপর থেকে বোমাবর্ষণের পাশাপাশি বোমা বোঝাই রোবট দিয়ে উত্তর, দক্ষিণ এবং পূর্ব গাজা ধ্বংস করছে ইসরায়েল। অধিকার গোষ্ঠী ইউরো-মেড মনিটর এ মাসের শুরুতে জানিয়েছে, ২০টি করে বাড়ি ধ্বংস করতে সক্ষম এমন ১৫টি রোবট মোতায়েন করা হয়েছে।

দুই বছরের যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি গাজা শহরে ফিরে এসে ধ্বংসস্তূপের মধ্যে বসবাস শুরু করেছিলেন। তবে এখন শহরটিতে কত মানুষ রয়েছেন তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার বলেন, আনুমানিক সাড়ে ৩ লাখ ফিলিস্তিনি গাজা শহর ছেড়ে পালিয়েছেন যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শুধু শহরের কেন্দ্র এবং পশ্চিমাঞ্চল থেকে সাড়ে ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯০ হাজার মানুষ সম্পূর্ণভাবে শহর ছেড়ে চলে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা দাবি করেছেন, প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ গাজা সিটি ছেড়েছেন। তবে গাজার সরকারি সূত্র বলছে, প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ শহর ছেড়েছেন, এবং ১৫ হাজার মানুষ দক্ষিণের অনিরাপদ পরিস্থিতি দেখে আবার ফিরে এসেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন জানান, গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের ‘কয়েক মাস’ সময় লাগতে পারে।

সর্বশেষ সংবাদ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: এম সাখাওয়াত

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ