spot_img

ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়াতে চান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। কোন মেকানিজমে করা হবে তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন ড. সালেহউদ্দিন। অর্থ উপদেষ্টা এসময় বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করলেও, এতে ভোক্তার উপরে প্রভাব পড়বে না।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ