spot_img

‘পেনশন তহবিলের টাকা ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়’

অবশ্যই পরুন

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি বলেছেন, শহরের পেনশন তহবিল ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। তার দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, তাই এ ধরনের বিনিয়োগ শহরের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

গত সপ্তাহে সিবিএস নিউইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে আমাদের কোনো তহবিলের জড়িত থাকা উচিত নয়।’

তিনি আরও জানান, বর্তমান সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইসরায়েলি বন্ড নিয়ে যে অবস্থান নিয়েছেন, সেটিই সঠিক পথ।

প্রায় ৫০ বছর ধরে নিউইয়র্ক সিটির পেনশন তহবিল ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করলেও ২০২৩ সালে ল্যান্ডার নীতি পরিবর্তন করেন। তিনি ঘোষণা দেন, পুরোনো বন্ডের মেয়াদ শেষ হলেও নতুন করে আর কোনো ইসরায়েলি বন্ড কেনা হবে না। বর্তমানে অবশ্য সিটির প্রায় ৩১৫ মিলিয়ন ডলার ইসরায়েলি কোম্পানি ও রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে।

সাক্ষাৎকারে সাংবাদিক মারসিয়া ক্রেমার প্রশ্ন করেন, মেয়র হলে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কি বিনিয়োগ সরানো হবে? জবাবে মামদানি সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। তবে তিনি স্পষ্ট করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শহরের সরাসরি সম্পৃক্ততা চিহ্নিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা।

গত ৬ সেপ্টেম্বর মামদানি ব্রুকলিন কলেজে সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে এক টাউন হল সভাতেও অংশ নেন। সেখানে তিনি ফিলিস্তিনপন্থী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েল ইস্যুতে ভিন্নমত প্রকাশ করায় সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কর্তৃপক্ষ কর্তৃক চারজন অধ্যাপককে বরখাস্তের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

নিউইয়র্ক সিটির পেনশন তহবিল পাঁচটি আলাদা তহবিল নিয়ে গঠিত, যার মোট সম্পদ প্রায় ২৮৯ বিলিয়ন ডলার। এগুলো সিটি কম্পট্রোলার তত্ত্বাবধান করেন।

সর্বশেষ সংবাদ

ছেলে বন্ধুরা আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

১০ বছর পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সিনেমা। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে আনন্দবাজার পত্রিকার সঙ্গে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ