spot_img

আফগানদের বিপক্ষে বড় পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে হারই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশকে। লিটন দাসের দলকে এখন সুপার ফোরে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ (মঙ্গলবার) সেই লড়াইয়ে নামছে বাংলাদেশ।

তবে আফগানিস্তানকে হারালেও শঙ্কা রয়েই যাবে। অন্য ম্যাচের ফলাফল অনুকূলে না এলে জয় পেয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে লিটনদের। তাই এখন একমাত্র লক্ষ্য—নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করা।

এই ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ফর্মহীন তাওহীদ হৃদয়ের বদলে দলে জায়গা পেতে পারেন সাইফ হাসান, যিনি নেদারল্যান্ডস সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিশাদ হোসেনকে বসিয়ে সুযোগ মিলতে পারে নাসুম আহমেদের। আর শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তায় সহযোগিতা করব: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ