spot_img

৪৫তম বিসিএসে ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

অবশ্যই পরুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এটি পঞ্চম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম পর্যায়ে মোট ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ সেপ্টেম্বর। মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি/ পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। এছাড়া, বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।

সর্বশেষ সংবাদ

দীর্ঘ বিতর্কের পর মুখ খুললেন দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হন। কন্যা দুয়ার জন্মের পর থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ