spot_img

বলিউড দুনিয়ার কালো অধ্যায় সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম সফল নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় সময় তিনি বলিউডের বভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এবার তিনি তার ক্যারিয়ার শুরুর অভিঙ্গতা জানালেন সেই সঙ্গে বলিউড দুনিয়ার নেটিবাচক একটি দিকও তুলে ধরেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া জানান, বলিউডে কাজ শুরু করেই তিনি বুঝতে পেরেছিলেন বাইরে থেকে যারা কাজ করতে আসে তাদের জন্য এই ইন্ডাস্ট্রি অত্যন্ত বন্ধমনা।

অভিনেত্রী বলেন, যারা পরিচিত বা সুপরিচিত সিনেমা পরিবারের অংশ নয়, তাদের জন্য বলিউডে পথ খুঁজে বের করা সহজ নয়। এই অভিজ্ঞতাই তাকে তার প্রোডাকশন হাউস ‘পার্পল পেবল পিকচারস’ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রিয়াঙ্কা জানান, ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে তিনি বলিউডে পা রাখেন। ২০০২ সালে হিন্দি এবং তামিল চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে বলিউডে প্রবেশ করা সহজ ছিল না। অনেক গুণী অভিনেতা, পরিচালক এবং প্রযোজকরা ছিলেন। নতুন হিসেবে কাজ করা সহজ ছিল না। তিনি বলেন, আমি ধৈর্য ধরলাম, চেষ্টা চালিয়ে গেলাম, এবং পথ খুঁজে নিলাম।

তিনি আরও বলেন, ‘পার্পল পেবল পিকচারস’ আমার সেই স্থান তৈরি করে দিয়েছে। আমি চেয়েছিলাম এমন নির্মাতাদের সুযোগ দিতে চাচ্ছিলাম যারা বড় বাজেটের সিনেমা পেতেন না। প্রিয়াঙ্কা জানান, তার প্রোডাকশন হাউসের মাধ্যমে অনেক চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। যেটা অনেকে নিতেই চায়নি।

প্রসঙ্গত, পার্পল পেবল পিকচারসের ব্যানারে বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর , সারভান, পাহুনা: দ্য লিটল ভিজিটরস, ভোগ খিরিকি, ফায়ারব্র্যান্ড, পানি, ইভিল আই এবং দ্য হোয়াইট টাইগার।

সর্বশেষ সংবাদ

আবু ধাবির রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি

আবু ধাবির রাস্তায় চলাচলের জন্য চালকবিহীন ডেলিভারি যানবাহনের জন্য প্রথম লাইসেন্স প্লেট ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এচাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ