spot_img

ভারত–পাকিস্তান ম্যাচ ‘অদৃশ্য বয়কটের’ ডাক দিয়েছে বিসিসিআই

অবশ্যই পরুন

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। যদিও এবার হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা অন্যবারের চেয়ে তুলনামূলক কিছুটা কম। সমর্থকদের মধ্যে আগ্রহও কম। যদিও ম্যাচটিকে কেন্দ্র করে ফুটছে ক্রিকেটমহল। ২২ গজের লড়াই ছাপিয়ে ‘সুপার ক্ল্যাসিকো’ ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে।

ভারতের নানা মহল থেকে থেকে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে। তেমন টিকিটও কিনছেন না আরব আমিরাতে বসবাসরত ভারতীয়রা। গ্যালারিতে দুদলের সমর্থকদের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আশঙ্কাও করা হচ্ছে।

এর মধ্যেই ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে ‘অদৃশ্য বয়কটের’ ডাক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআই কর্তারা ম্যাচটি নীরবে বর্জন করবেন। হাইভোল্টেজ এই ম্যাচে থাকবেন না বেশির ভাগ শীর্ষ কর্মকর্তা। এখন পর্যন্ত দুবাই যাননি বোর্ডের কোনো দায়িত্বশীল ব্যক্তি। কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচে বিসিসিআইয়ের সব শীর্ষ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন। তবে এবারের ম্যাচে এমন চিত্র দেখা যাবে না বলেই মনে হচ্ছে। ফলে মাঠে খেলোয়াড়দের লড়াই থাকলেও গ্যালারিতে কর্মকর্তাদের অনুপস্থিতিই হবে আলাদা আলোচনার বিষয়।

পহেলগাম হামলার পর ভারত–পাকিস্তান দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। দেশে চলছে পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়ার আন্দোলনও। এমন সময়ে বিসিসিআই কর্মকর্তাদের যদি ক্যামেরার সামনে দেখা যায় তাহলে সমালোচনা বা সামাজিক চাপ তৈরি হতে পারে। সমর্থকদের একাংশের এমন সমালোচনার ভয়েই হয়তো কর্মকর্তারা প্রকাশ্যে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে এই ম্যাচকে ঘিরে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ও সাবেক ক্রিকেটার কেদার যাদবরা এই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন।

এমনকি গত পরশু এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছিলো ভারতের সুপ্রিম কোর্টে। যদিও জরুরি ভিত্তিতে শুনানির জন্য রাজি হননি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ বয়কট নিয়ে ক্যাম্পেইনও চলছে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল ভারত–পাকিস্তান ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতীয় বেতন...

এই বিভাগের অন্যান্য সংবাদ