spot_img

নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না: ফাওজুল কবির

অবশ্যই পরুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ করা যাবে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়, তারা কাকে ভোট দেবে তা কেউ বলতে পারবে না।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল ‘লায়লাতুল নির্বাচন’।’

উপদেষ্টা ফাওজুল কবির আরও বলেন, অন্তর্বর্তী সরকার কোনো দলের নয় এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কে জিতল, কে হারল এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না।

তিনি বলেন, ‘নির্বাচনে ডিসি, এসপি কিংবা ওসিরা যদি কোনো দলের পক্ষ নেন, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। কিন্তু নির্বাচনের আগে এবং ভোট চলাকালে তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক।’

বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা দাবি করেন, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে কিছু এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা রয়েছে তা ঠিক হয়ে যাবে।

এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেন, ‘উন্নয়নের জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ টাকা

দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ