‘বাহুবলী’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী আনুশকা শেঠি। এরপর বেশ কয়েকটি ছবি করেছেন বটে। কিন্তু আকাশচুম্বী সাফল্য আর মেলেনি। ৫ সেপ্টেম্বর মুক্তি পায় তার নতুন ছবি ‘ঘাটি’।
এক সপ্তাহে ছবিটির আয় মোটে সাড়ে ছয় কোটি রুপি। এই ব্যর্থতার চাপ হয়তো স্বাভাবিকভাবে নিতে পারেননি আনুশকা। তাই নিভৃতে যাওয়ার ঘোষণা দিলেন। বিরতি নিলেন সোশ্যাল মিডিয়া থেকে।
গতকাল ইনস্টাগ্রামে কাগজে লিখিত একটি বার্তায় আনুশকা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে যাচ্ছি। এই স্ক্রলিংয়ের বাইরে পৃথিবী এবং কাজের সঙ্গে নিজেকে পুনরায় যুক্ত করতে চাই; যেখান থেকে আমাদের প্রকৃত সূচনা। নতুন গল্প আর অনেক ভালোবাসা নিয়ে শিগগির তোমাদের সঙ্গে দেখা হবে। সব সময় হাসিখুশি থেকো।’
‘ঘাটি’ বানিয়েছেন কৃশ জগরলামুড়ি। এতে আনুশকার সঙ্গে আছেন বিক্রম প্রভু। এদিকে মালয়ালম ছবি ‘কাথানার : দ্য ওয়াইল্ড সর্কারার’-এর শুটিং সেরে রেখেছেন আনুশকা। এটি মুক্তি পাবে আগামী বছর।