spot_img

জাকসু নির্বাচনে ফের ভোট গণনা শুরু, রাতের মধ্যে ফল

অবশ্যই পরুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। এর আগে, বিকেলে নির্বাচন কমিশন জরুরি সভার আহ্বান করে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

তিনি বলেন, আমাদের একজন সহকর্মী মারা যাওয়ায় আমরা ভোট গণনা কিছু সময় স্থগিত রেখেছিলাম। আজ জুমার নামজের সময় কিছুক্ষণ ভোট গণনা বন্ধ ছিল। এখন গণনা চলছে এবং অব্যাহতভাবে চলবে। যেহেতু হাতে গণনা হচ্ছে, আমরা সঠিক সময় বলতে পারছি না। তবে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ