সালমান খানের পর এবার পাঞ্জাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড বাদশাহ। গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। ক্রমাগত অতিভারি বৃষ্টির জেরে পানির নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা।
সিনেমার শুটিং কিংবা ছেলের সিরিজের প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের পাশে দাঁড়াতে ভুলেননি শাহরুখ খান, তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর দৌলতে নিঃশব্দে সহযোগিতা করছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, বানভাসি পাঞ্জাবের ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান।
ইতিমধ্যেই বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ পাঞ্জাবের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য শুরু করেছে ।
এ ছাড়া পানীয়, খাবার, ফোল্টিং কাট, তোষক, মশারি-সহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছে শাহরুখের টিমের পক্ষ থেকে। ওষুধ পাঠানোর পাশাপাশি দুস্থদের চিকিৎসার দায়ভারও বহন করছেন শাহরুখ নিজে।
জানা গেছে, শাহরুখ খানের পক্ষ থেকে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের একাধিক বন্যাকবলিত অঞ্চলের ১৫০০ পরিবারের কাছে।
‘মীর ফাউন্ডেশনে’র প্রতিশ্রুতি, বন্যার্ত পরিবারগুলোকে পুনরায় মাথার ওপর ছাদ গড়ে দিতে সাহায্য করা হবে।
এর আগে পাঞ্জাববাসীদের মানসিক শক্তি কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন বলিউড বাদশা। লিখেছিলেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে।
সবার জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’