spot_img

ক্যারিয়ারে নতুন মাইলফলক ছুঁলেন তামান্না ভাটিয়া

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সৌন্দর্য ও অভিনয় প্রতিভার এক অনন্য মেলবন্ধন। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তিনি দক্ষিণী সিনেমা থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি—সবখানেই নিজের সাফল্যের ছাপ রেখেছেন। ‘স্টার কিড’ না হয়েও শুধুমাত্র কঠোর পরিশ্রম আর মেধার জোরে তিনি আজ প্রতিষ্ঠিত একজন তারকা। সম্প্রতি তিনি ছুঁয়েছেন ক্যারিয়ারের নতুন এক মাইলফলক।

‘বাহুবলী’ সিরিজের ঐতিহাসিক সাফল্য থেকে শুরু করে ‘জেলার’ ও ‘স্ত্রী ২’-এর মত সমসাময়িক হিট ছবিতে তার প্রতিটি চরিত্র যেন এক নতুন অধ্যায়।

এই বছর তামান্না পূর্ণ করছেন তার অভিনয় জীবনের ২০ বছর। এবার এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘কাজ তখনই আসে, যখন আপনি এমন কিছু আনেন যা প্রাণ দেয় গল্পে।’

তার ভাষায়, ‘ভাবনা যদি অনুপ্রাণিত করে আর গল্প যদি সত্যিই কথা বলে, তবেই একটি কাজ সফল হয়। কিন্তু অন্যের অনুভূতির বোঝা বহন করতে গিয়ে যদি নিজের সৃষ্টিশীলতা হারিয়ে যায়, তাহলে অবদান রাখার সুযোগও কমে আসে।’

তিনি আরও বলেন, ‘আমি ভাবতাম, যারা নিয়ম বানান তারা যদি নিজেরা শাড়ি বা ঝলমলে পোশাক পরতেন, তাহলে বুঝতেন এগুলো সঠিকভাবে পরা কতটা কঠিন।’

সর্বশেষ সংবাদ

২২ বছর পর লাল-সবুজের ভারত বধ

সেই ২০০৩ সালে শেষবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ফুটবল দেবতা মুখ তুলে তাকায়নি। তবে এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ