spot_img

নতুন আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ইরানি বাহিনী

অবশ্যই পরুন

ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদরেজা আরেফ বুধবার (১০ সেপ্টেম্বর) জানিয়েছেন, দেশের সামরিক বাহিনী শত্রুদের নতুন করে নাশকতামূলক কর্মকাণ্ড শুরুর ক্ষেত্রে প্রতিউত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “মানুষ নিশ্চয়ই দেখেছে, কীভাবে তাদের সেনারা ১২ দিনের যুদ্ধে নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করেছে।”

পবিত্র নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরেফ আরও বলেন, “দেশের সশস্ত্র বাহিনী প্রতিটি বিভাগকে নতুন করে মূল্যায়নের মাধ্যমে শত্রুদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিজেদের প্রস্তুত করেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মানুষ যেন কোনোভাবেই দুশ্চিন্তায় না থাকে।”

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রকাশ্য ও বিনা উসকানি আগ্রাসন শুরু করে, যার ফলে ১২ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এতে ইরানে অন্তত ১ হাজার ৬৪ জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও ছিলেন।

এই যুদ্ধে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে ধরা হচ্ছে। তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশাপাশি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ এয়ারবেস লক্ষ্য করে হামলা চালায়।

পরে ২৪ জুন, ইরান সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েলি শাসন ও যুক্তরাষ্ট্র—উভয়ের ওপর চাপ সৃষ্টি করে এই সন্ত্রাসী আগ্রাসন থামাতে সক্ষম হয়।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ