spot_img

আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

নানা উত্থান পতনের পর আবারও ভারতের সাথে শুল্কহার নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের বন্ধু বলে পরিচয় দেন তিনি।

ট্রাম্প জানান, আসন্ন কয়েক সপ্তাহের মাঝেই মোদির সাথে শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে চান তিনি। এ বৈঠকে দু’দেশের মধ্যকার বাণিজ্যিক বাধা দূর হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

অপরদিকে আজ বুধবার ট্রাম্পের পোস্টের প্রতিউত্তরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানান, শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়াদিল্লি। এ সাক্ষাৎ দু’দেশের মধ্যে সুসম্পর্ককে আরও জোড়ালো করবে বলেও আশা ব্যাক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মেট্রোরেল দুর্ঘটনায় মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চেয়েছিলেন কালাম

প্রকৃতির নির্মম পরিহাস, যে মানুষটি মাত্র একদিন আগে জীবনযুদ্ধে ক্লান্ত ও বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ