spot_img

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৫

অবশ্যই পরুন

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে, গতকাল দিবাগত রাতে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের নিকট থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা গ্রামের আছাদুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (৩২), বাগেরহাটের রামদিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), মুন্সীগঞ্জের মিরকাদিম গ্রামের আবদুল খালেকের
ছেলে মো. কামরুল হাসান (৩৫), ঢাকার দোহার গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী মোছা. তাসলিমা খাতুন (২৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছা. সাবিনা খাতুন (২৯)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ২ জন পুরুষ এবং ৩ জন নারীকে আটক করা হয়।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে থানায় আনা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ