spot_img

হংকংকে বিধ্বস্ত করে এশিয়া কাপ শুরু করল আফগানিস্তান

অবশ্যই পরুন

২০২৫ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংকে তারা হারিয়েছে ৯৪ রানের বিশাল ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান। দলের হয়ে ওপেনার সেদিকুল্লাহ অতল খেলেন অনবদ্য ইনিংস ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৩ রান। তার সঙ্গে আজমতউল্লাহ ওমরজাই ঝড় তোলেন ব্যাট হাতে, মাত্র ২১ বলে করেন ৫৩ রান। অভিজ্ঞ মোহাম্মদ নবি যোগ করেন ৩৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলিং ঝড়ে দাঁড়াতেই পারেনি হংকং। পাওয়ারপ্লেতেই তারা হারায় চার উইকেট। একপ্রান্ত ধরে রাখলেও ৪৩ বলে ৩৯ রানের বেশি করতে পারেননি বাবর হায়াত। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে হংকং থামে মাত্র ৯৪ রানে।

সর্বশেষ সংবাদ

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ