নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় চলমান আন্দোলনের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরে আত্মসমর্পণ করা পুলিশ সদস্যদের রাস্তায় টেনে এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছে নেপাল পুলিশের সদর দপ্তর, নাক্সাল। এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করা হয় এবং বলা হয়, এটি রাজধানীর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ প্রমাণ।
কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা জানান, নিহত তিনজনই কোঠেশ্বর থানার সদস্য। তিনি আরো জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সেখানে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
রাজধানীজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ছে। সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করছে বিক্ষোভকারীরা। কোঠেশ্বরের এই হত্যাকাণ্ডে নেপালে আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আরো জোরদার হয়েছে।