বয়স ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। বুধবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সব তথ্য একত্রিত করে কমিশনে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত কমিশনে আসবে বলে আশা নির্বাচন কমিশনের।
এছাড়া তিনি বলেন, সীমানা আইন নিয়ে আদালতে যাওয়ার সুযোগ সীমিত।
পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে। এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার দরকার হবে না বলেও জানান ইসি সচিব।