spot_img

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এর আগে নিরবিচ্ছন্নভাবে সকাল ৮টা থেকে সারাদিন ভোট দেন শিক্ষার্থীরা। বড় কোনো অভিযোগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা।

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৯ জন প্রার্থী। ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।

সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হয়েছে। ভোটগ্রহণ হয় ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে ফল গণনা হচ্ছে। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোটগণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।

ডাকসু নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বামপন্থি কয়েকটি সংগঠনের সমন্বয়ে ‘প্রতিরোধ পর্ষদ’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত বিনির্মাণ পর্ষদ (আংশিক), সমন্বিত শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমা নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল।

সর্বশেষ সংবাদ

নেপালে আত্মসমর্পণের পরও ৩ পুলিশ সদস্যকে হত্যা

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় চলমান আন্দোলনের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ