spot_img

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব, যা জানালেন কাজল

অবশ্যই পরুন

দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়েছে। কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে।

আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’

সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?’

২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান।

২০০৪ সালে ‘কিউঁ! হো গায়া না…’ ছবির হাত ধরে প্রথমে বলিউডে যাত্রা শুরু করেন কাজল।

এর পর ‘থুপাক্কি’-তে তাঁর অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’-তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন। ‘টেম্পার’ এবং ‘বাঘবন্ত কেসারি’-তে তাঁর স্ক্রিন প্রেজেন্স ছিল দুর্দান্ত। শেষ বার তাঁকে দেখা গিয়েছে ‘কান্নাপ্পা’-তে, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’—এ, যেখানে তিনি মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ