বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর পরবর্তী কিস্তি ‘কৃষ ফোর’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সিনেমাটি কবে মুক্তি পাবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার এর উত্তর দিলেন সিনেমাটির মূল পরিচালক রাকেশ রোশন। তিনি জানিয়েছেন, এবার শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনের গুরুদায়িত্বও সামলাবেন সুপারস্টার হৃতিক রোশন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ‘কৃষ ফোর’ নির্মাণে বিলম্বের অন্যতম কারণ ছিল বাজেট। রাকেশ রোশন এক সাক্ষাৎকারে বলেন, স্ক্রিপ্ট নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। মূল চাপটা ছিল বাজেটের। এখন আমরা নিশ্চিত যে কত টাকা প্রয়োজন, তাই শুটিং শুরু করতে যাচ্ছি।তিনি আরও জানান, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে এবং এটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে। রাকেশ রোশন বলেন, এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ অনেক বিশাল। তাই পুরোপুরি প্রস্তুত না হয়ে আমরা শুটিং শুরু করতে চাই না।
গত মার্চে রাকেশ রোশন ইনস্টাগ্রামে ঘোষণা দেন যে এবার হৃতিক রোশন নিজেই ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন। তিনি হৃতিককে উদ্দেশ্য করে লেখেন, ডুগু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে পরিচয় করিয়েছিলাম, আজ আবার দুই নির্মাতা আমি ও আদিত্য চোপড়া তোমাকে পরিচালকের আসনে তুলে আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা কৃষ ফোর এগিয়ে নেয়ার সুযোগ দিচ্ছি। নতুন ভূমিকায় তোমার সফলতা কামনা করি।
পরিচালনার এই নতুন দায়িত্ব নিয়ে হৃতিক নিজেও কিছুটা নার্ভাস। তিনি একটি অনুষ্ঠানে বলেন, আমি কী বলব জানি না, তবে আমি ভয় পাচ্ছি এবং নার্ভাস। মনে হচ্ছে আবার কিন্ডারগার্টেনে ফিরে গেছি। মনে হচ্ছে আমাকে সম্পূর্ণ নতুনভাবে বড় হতে হবে।
‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি ভারতের অন্যতম সফল সুপারহিরো সিরিজ। এর শুরু হয়েছিল ২০০৩ সালে ‘কোই… মিল গয়া’ সিনেমা দিয়ে। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এর তৃতীয় কিস্তি ‘কৃষ থ্রি’ (২০১৩) বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবার ‘কৃষ ফোর’-এর মাধ্যমে হৃতিক এই কিংবদন্তি ফ্র্যাঞ্চাইজি ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন ভক্তরা।