spot_img

বৈশ্বিক শাসন ব্যবস্থায় গভীর সংস্কার প্রয়োজন: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবার (৮ সেপ্টেম্বর) ব্রাজিলের আয়োজনে অনুষ্ঠিত ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর এক জরুরি অনলাইন বৈঠকে অংশ নিয়ে বলেন, বৃদ্ধিমান একপাক্ষিকতার বিরুদ্ধে লড়াইয়ে ব্রিকসকে একটি মুখ্য ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আধুনিক বৈশ্বিক ব্যবস্থায় ন্যায়বিচার ও স্থিতিশীলতার অন্যতম প্রধান হুমকি হলো একতরফা সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞার রাজনৈতিক অপব্যবহার।”

তিনি বলেন, এই একতরফা নীতিগুলো শুধুমাত্র স্বাধীন জাতিগুলোর জাতীয় স্বার্থ বিপন্ন করে না, বরং আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত করে ও টেকসই উন্নয়নের পথ রুদ্ধ করে।

পেজেশকিয়ান বলেন, বর্তমান বৈশ্বিক শাসন ব্যবস্থায় গভীর সংস্কার প্রয়োজন, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যকারিতা পুনর্বিবেচনা করা উচিত। পাশাপাশি, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাতেও সংস্কার জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস এবং গ্লোবাল সাউথভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর একটি বিশেষ দায়িত্ব রয়েছে — বহুধ্রুবীয়, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গঠনে নেতৃত্ব দেওয়া, যেখানে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর প্রতিফলিত হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি তুলে ধরেন, যেগুলো আন্তর্জাতিক শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি।

তিনি সমালোচনা করে বলেন, “কয়েকটি শক্তিধর রাষ্ট্রের অতিরিক্ত প্রভাব ও অর্থনৈতিক ব্যবস্থার রাজনৈতিকীকরণ দেশগুলোর মাঝে পারস্পরিক আস্থা নষ্ট করছে এবং কার্যকর বৈশ্বিক শাসনের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।”

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ

বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের সম্মানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নৈশভোজ আয়োজন করেছেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ