spot_img

সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেইসাথে এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার বলেও জানান তিনি।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে গ্রুপ বীমা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে ডিআরইউ’র চুক্তি সাক্ষরিত হয়।

মাহফুজ আলম বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন দুরূহ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আরও সময় পেলে এই আইন বাস্তবায়নের চেষ্টা করবেন।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ