spot_img

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

অবশ্যই পরুন

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা-সম্মান আগেও যেমন করতাম, এখনো করি, ভবিষ্যতেও করবো। কোনো মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটা মব সৃষ্টি হয়েছিল। আমরা যখন মেসেজ পেয়েছি সাথ সাথে দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের পরিস্থিতি আরও উন্নতি হবে, ইনশাআল্লাহ।

মো. শফিকুল ইসলাম বলেন, আপনারা জানেন মোহাম্মদপুরে একটা মব সৃষ্টি হয়েছিল। ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল। সেই পেট্রোলের উপস্থিতিতে দুজন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। আমরা যেখানে যতটুক সম্ভব চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য।

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের সীমাবদ্ধতা আছে। প্রত্যেক কিলোমিটারে ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আইনশৃঙ্খলার আরও উন্নতি হবে।

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ