spot_img

এশিয়া কাপ থেকে বাদ পড়ে অবশেষে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার

অবশ্যই পরুন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। তবে ভারতের ঘোষিত দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। দলে জায়গা না পাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার।

দলের বাইরে থাকার পর ভারতীয় ব্যাটার শ্রেয়াস তার হতাশা প্রকাশ করেছেন আইকিউও ইন্ডিয়া পডকাস্টে। শ্রেয়াস বলেন,‘এটা কেবল তখনই হতাশাজনক, যখন তুমি জানো যে তুমি দলে ও একাদশে থাকার যোগ্য। তখনই সেটা হতাশার হয়।’

২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ভারত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি, তবে আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স তাকে আবার আলোচনায় এনেছে। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন এবং ২০২৫ মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। গত দুই মৌসুমে ৩১ ইনিংসে করেছেন ৯৫৫ রান, গড় ৪৫.৪৮ এবং স্ট্রাইক রেট ১৬৩.৫!

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেয়াস ৫১ টি-টোয়েন্টি ম্যাচে ১১০৪ রান করেছেন, গড় ৩০.৬৬, স্ট্রাইক রেট ১৩৬.১২। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম দেখে দলে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার।

তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়কেই সর্বোচ্চ প্রাধান্য দিতে চান শ্রেয়াস। তিনি বলেন,‘যখন জানি কেউ নিয়মিত ভালো পারফর্ম করছে এবং দলের জন্য সর্বোচ্চটা দিচ্ছে, তখন তাকে সমর্থন করতে হয়। শেষ পর্যন্ত লক্ষ্য থাকে দলের জয়। আর দল যখন জেতে, তখন সবাই খুশি থাকে।’

সুযোগ না পেলেও লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রেয়াস। তিনি বলেন,‘যদি সুযোগ না পাও তখনও তোমাকে সততার সাথে নিজের কাজ চালিয়ে যেতে হবে। শুধু কেউ দেখছে বলেই কাজ করা নয়। কেউ না দেখলেও কাজ চালিয়ে যেতে হবে। এটাই সততা।’

এশিয়া কাপ বা ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্টে সুযোগ না পেলেও, শ্রেয়াসকে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের মাল্টি-ডে সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস সবশেষ সাত রঞ্জি ট্রফি ইনিংসে করেছেন ৪৮০ রান, যেখানে গড় ৬৮.৫৭ এবং স্ট্রাইক রেট ৯০.২।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন শ্রেয়াস।

সর্বশেষ সংবাদ

ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়: কাতারের প্রধানমন্ত্রী

গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ