বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে কম আলোচনা সমালোচনা নেই। প্রায় অভিযোগ উঠে অন্যান্য অনেক তারকাদের ক্যারিয়ার নষ্ট করার পেছনে সালমানের হাত রয়েছে। এবার এ বিষয়ে সরাসরি কথা বলেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ‘উইকেন্ড কা বার’ পর্বে বলিউড সুপারস্টার সালমান খান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন।
অনেকেই অভিযোগ করেন যে, সালমান নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি কারও ক্যারিয়ার গড়েনওনি, আবার নষ্টও করেননি। এনডিটিভি থেকে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাতের পর্বে অভিনেত্রী শেহনাজ গিল তার ভাই শেহবাজ বাদেশাকে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পরিচয় করিয়ে দিতে এসেছিলেন। আড্ডার এক ফাঁকে শেহনাজ সালমানকে বলেন, আপনি তো অনেকের ক্যারিয়ার গড়ে দিয়েছেন।
জবাবে সালমান বলেন, আমি কবে কারও ক্যারিয়ার বানিয়েছি? ক্যারিয়ার বানানোর ক্ষমতা ওপরওয়ালার হাতে, আমার হাতে নয়। বরং আমার ওপর দোষ চাপানো হয় যে আমি অনেকের ক্যারিয়ার ডুবিয়েছি। কিন্তু ডুবিয়ে দেওয়াটা তো আমার হাতে নেই। আজকাল সবাই বলে, সালমান তোমার ক্যারিয়ার খেয়ে ফেলবে। আমি কোন ক্যারিয়ার খেয়েছি? আর যদি খাইও, তবে নিজের ক্যারিয়ারটাই খাব।
প্রসঙ্গত, শেহনাজ গিল বিগ বস ১৩-এর প্রতিযোগী ছিলেন। এরপর তিনি ২০২৩ সালে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০১৪ সালের তামিল সিনেমা ‘বীরম’-এর রিমেক এই সিনেমাতে সালমান, পূজা হেগড়ে এবং ভেঙ্কটেশ-এর মতো আরও অনেক তারকা অভিনয় করেছেন।