spot_img

পশ্চিম তীর দখলের পরিকল্পনা ইসরায়েলের, স্পষ্ট বার্তা জর্ডানের রাজার

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিম তীর দখলের যেকোনো পরিকল্পনা ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করে তার দেশ।

জর্ডানীয় রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, রাজা আব্দুল্লাহ বলেছেন—‘পশ্চিম তীর দখল বা ফিলিস্তিনিদের উচ্ছেদ করার যেকোনো ইসরায়েলি পদক্ষেপ জর্ডান কখনোই মেনে নেবে না।’

সম্প্রতি কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের বড় অংশ সংযুক্ত করার ইঙ্গিত দেন। এরপরই জর্ডানীয় রাজার এই কঠোর অবস্থান সামনে আসে।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া কিংবা পশ্চিম তীর ও গাজাকে আলাদা করার পরিকল্পনাও তিনি প্রত্যাখ্যান করেছেন।

আমিরাত সফরে রাজা আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে দুই নেতা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং গাজায় দখল দীর্ঘায়িত করার পরিকল্পনারও বিরোধিতা করেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত চলতি সপ্তাহে জানিয়েছে, পশ্চিম তীর সংযুক্ত করার পদক্ষেপ তাদের কাছে হবে ‘রেড লাইন’। বিষয়টি ২০২০ সালের আব্রাহাম চুক্তির আলোচনার সময়ও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।

রাজা আব্দুল্লাহ একাধিকবার স্পষ্ট করেছেন, জর্ডান কখনোই ফিলিস্তিনিদের জন্য ‘বিকল্প রাষ্ট্র’ হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু মহল থেকে গাজার উদ্বাস্তুদের তৃতীয় কোনো দেশে নেওয়ার প্রস্তাব আসলেও জর্ডান তা প্রত্যাখ্যান করে আসছে।

রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে পারে। এর আগেই ইসরায়েলের কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পশ্চিম তীর সংযুক্ত করার দাবি তুলেছেন।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

সর্বশেষ সংবাদ

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ