spot_img

নাওয়াজের হ্যাটট্রিক, আফগানিস্তানকে ৬৬ রানে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

অবশ্যই পরুন

শারজাহতে ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এই জয়ের মূল কারিগর অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। তিনি ব্যাট হাতে ২৫ রান করার পর বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন। তার স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা।

মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে এমন বড় ব্যবধানে জয় পাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে পাকিস্তানি বোলাররা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজ তার স্পিন জাদুতে আফগান ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। তার হ্যাটট্রিকটি ছিল দুই ওভার জুড়ে।

প্রথমে ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান। এরপর অষ্টম ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন। নিজের শেষ বলে রশিদ খানকে আউট করে তিনি পাঁচ উইকেট তুলে নেন। তার বোলিং ফিগার ছিলো ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট, যা আন্তর্জাতিক টি২০ তে তার সেরা বোলিং পারফরম্যান্স।

নেওয়াজের স্পিন আক্রমণের পর আফগান ব্যাটাররা আর ঘুরে দাঁড়াতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক রশিদ খান। আর কোনো ব্যাটারই ২০ রানের কোটা পার করতে পারেননি। শেষ পর্যন্ত আফগানরা মাত্র ১৫ দশমিক ৫ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে নেওয়াজ ছাড়াও আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম দুটি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ

গাজা পুনর্গঠনে লাগবে ৭০ বিলিয়ন ডলার, পুনরুদ্ধারে কয়েক দশক: জাতিসংঘ

দুই বছরের ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৭০ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি...

এই বিভাগের অন্যান্য সংবাদ