পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ। ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ এ বহু জনপ্রিয় গান রয়েছে তার। এ বার জঙ্গলে ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছেন তিনি। বাদামি ভালুকের হামলায় ক্ষতবিক্ষত হতে হয়েছে তাকে। খবর এনডিটিভির।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলেন কুরতুলৈন বালুচ। সেখানে নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন তিনি। এ সময় আচমকাই একটি বাদামি ভালুকের আক্রমণে তার হাত একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা: সংগৃহীত ছবি
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লগাবে।
পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানটি পাকিস্তান-ভারতের মতো বাংলাদেশেও সমান জনপ্রিয়। এ ছাড়াও ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন তিনি। তার সঙ্গীতজীবনের শুরু হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে।