spot_img

এশিয়া কাপের আগে সেরা একাদশ প্রকাশ, রয়েছেন এক বাংলাদেশি

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের নতুন আসর। এর আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সেরা টি টোয়েন্টি একাদশ। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবলমাত্র সাকিব আল হাসান।

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন, আর আফগানিস্তান থেকে একজন ক্রিকেটারকে রাখা হয়েছে।

ইনিংস উদ্বোধনে থাকছেন শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনে। তিন নম্বরে ভারতের তারকা বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর আছেন শহিদ আফ্রিদি। আট নম্বরে থাকছেন আফগান স্পিনার রশিদ খান।

পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সেরা টি টোয়েন্টি একাদশ:
সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, দ্বাদশ ব্যক্তি- সাঈদ আজমল।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে দখলদার বাহিনীটির হামলায় একদিনে আরও ৫৩ জন নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ