spot_img

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ৪ শতাধিক

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় দুপুরে পার্লামেন্ট স্কয়ারে এই বিক্ষোভের আয়োজন করে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি প্রচারাভিযান গ্রুপ। তাদের দাবি, প্রায় দেড় হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ডিফেন্ড আওয়ার জুরিস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করে যে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে এবং মাটিতে ফেলে দিয়েছে। তারা আরও জানায়, ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড বহনকারী অনেককে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে এবং এক বিক্ষোভকারীর মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন এবং একপর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতি সমর্থনসহ বিভিন্ন অভিযোগে ৪২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এক্স-এ এক পোস্টে জানায়, তাদের কর্মকর্তারা “অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন,” যার মধ্যে ঘুষি, লাথি, থুতু এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। এই ঘটনা লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সহিংসতার উদাহরণ হয়ে রইল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ