spot_img

গাজায় একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি

অবশ্যই পরুন

গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব। গাজাজুড়ে হামলায় শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনে প্রাণ হারিয়েছে আরও ৬৭ ফিলিস্তিনি।

জানা গেছে, গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন।

শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেয়া হয় ১৫ তলা সুসি টাওয়ার। ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিউএ) এর কার্যালয়।

এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার অন্যান্য এলাকায়ও সমান তালে চলছে আগ্রাসন।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ