জনপ্রিয় মার্কিন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স–এর ওপর শিশু সুরক্ষাজনিত উদ্বেগের কারণে একের পর এক উপসাগরীয় দেশ সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আরোপ করছে। কাতার, কুয়েত ও ওমানের পর একই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
সৌদি রাষ্ট্রীয় সম্প্রচারক আল-এখবারিয়ার খবরে বলা হয়, দেশটির জেনারেল কমিশন ফর অডিওভিজ্যুয়াল মিডিয়া রোবলক্সে সাময়িকভাবে টেক্সট ও ভয়েস চ্যাট বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কনটেন্ট মনিটরিং বা তদারকি জোরদার করতে বলা হয়েছে।
কমিশনের ইলেকট্রনিক গেমস বিভাগের প্রধান হাত্তান তাওয়াইলি জানান, এই পদক্ষেপ সাময়িক এবং এর লক্ষ্য হলো ‘নিয়ন্ত্রক সরঞ্জাম উন্নয়ন করে ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করা ও নিরাপদ গেমিং পরিবেশ তৈরি করা’।
রোবলক্স কর্তৃপক্ষ সৌদি গণমাধ্যমকে জানায়, তারা সরকারের চাহিদা মেনে আরবি ভাষাভিত্তিক যোগাযোগ ও কনটেন্ট পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াতে কাজ করছে।
এছাড়া আরবি ভাষার কনটেন্ট মনিটরিং, অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অতিরিক্ত সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে।
কুয়েত, কাতার ও ওমান
গত ২১ আগস্ট কুয়েত রোবলক্স সাময়িকভাবে বন্ধ করে দেয়। তাদের দাবি, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ‘অনিরাপদ কার্যক্রম, শোষণ, ক্ষতিকর আচরণ ও অনুপযুক্ত কনটেন্ট’ থেকে শিশুদের রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুধু আরব দেশ নয়, যুক্তরাষ্ট্রেও রোবলক্স নিয়ে বিতর্ক চলছে। গত মাসে মার্কিন অঙ্গরাজ্য লুইজিয়ানায় কোম্পানির বিরুদ্ধে শিশু শোষণ–সহায়ক ভূমিকার অভিযোগে মামলা করা হয়। তবে রোবলক্স কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ নিয়মিত রোবলক্স ব্যবহার করে, যার ৪০ শতাংশের বয়স ১৩ বছরের নিচে। ২০২৩ সালে শুধু যুক্তরাষ্ট্রেই প্ল্যাটফর্মটিতে শিশু শোষণের ১৩ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়।
অন্যদিকে ২০২৪ সালে রোবলক্স জানিয়েছে, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১৮ লাখে। প্রতিদিন ব্যবহারকারীরা গড়ে ৬.১ বিলিয়ন বার্তা বিনিময় করে এবং নিজেদের তৈরি কনটেন্ট শেয়ার করে।
গ্লোবাল ভিডিও গেম বাজারে বর্তমানে ৩৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি।