spot_img

নতুন লুকে শাহরুখ খান!

অবশ্যই পরুন

অভিনেতা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার পরবর্তী ছবি কিং-এর শুটিং বন্ধ রেখেছিলেন। তবে বাদশা ফের ফিরলেন সেটে। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে দেখা গেল ছবির সেটে। তার নতুন লুকে ভক্তদের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিই সেই কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ। যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

শুধু তাই নয়, এদিকে শাহরুখ ভক্তরা এআই ব্যবহার করে কয়েকটি আর্টিফিশিয়াল ইমেজও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে স্পাইক করা সাদা চুল, চোখে চশমা আর খোঁচা খোঁচা দাড়ি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেসব ছবি, আর ভক্তদের একাংশ মনে করছেন, ঠিক এই রূপেই পর্দায় হাজির হবেন বলিউড বাদশাহ।

২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েলরা।

সর্বশেষ সংবাদ

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ