spot_img

৯ সেপ্টেম্বর থেকে কমতে পারে ভ্যাপসা গরম: আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দেশের আবহাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। চলমান ভ্যাপসা গরম আরও দু’দিন থাকতে পারে। চলতি মাসের ৯ তারিখ থেকে এ ধরনের আবহাওয়া পরিবর্তন হয়ে ভ্যাপসা গরম কমে আসবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান।

এদিকে আবহাওয়া অফিস থেকে আজ সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে আজ সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটির রামগতিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

দরবার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল পাগলের দরবারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ