spot_img

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

অবশ্যই পরুন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়।

এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই হামলার করা হয়েছে। সরকার কার্যালয়ের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।

এদিকে, রাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা খেলবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ